WTC ফাইনালের আগে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আগামী ৭-১১ই জুন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে এবং ফিল্ডিং কোচ টিপি দিলীপের সাথে শার্দুল ঠাকুর এবং উমেশ যাদবকে অনুশীলন করতে দেখা যায় এদিন।
এদিন ভারতীয় দলের সব খেলোয়াড়ই তাদের নতুন স্পন্সর 'অ্যাডিডাস' কিট পরে অনুশীলন করেন। বিসিসিআই নিজেদের টুইটার হ্যান্ডেলে ছবি দিয়ে লেখে, "দেখে মনে হচ্ছে যেন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস"। যদিও মহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন দলের সাথে থাকলেও এদিন অনুশীলন করেননি। উমেশ যাদব ও শার্দুল ঠাকুর দুজনেই আইপিএলে সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেননি। তাই তাদের ফর্ম ফিরিয়ে আনার দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছিল।
আরও পড়ুন: মহিলা আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই বড় জয় পেল ইস্টবেঙ্গলের মেয়েরা
ভারতীয় টেস্ট দলের প্রথম স্কোয়াড ইতিমধ্যেই লন্ডনে পৌঁছে গিয়েছে। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে দলের সাপোর্ট স্টাফ সহ অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর এবং উমেশ যাদব মঙ্গলবার লন্ডনে পৌঁছেছেন। নেট বোলার মুকেশ কুমার, আকাশ দীপ এবং অনিকেত চৌধুরীও স্কোয়াডে রয়েছেন।
চেতেশ্বর পূজারা, এখন কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সেকে নেতৃত্ব দিচ্ছেন, চলতি সপ্তাহের শেষের দিকে ভারতীয় দলে যোগ দেবেন তিনি। ২৯শে মে আইপিএল ফাইনালের পরে, ১৫-সদস্যের বাকি স্কোয়াড, লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন।
অধিনায়ক রোহিত শর্মা, ইশান কিশান, শুভমন গিল, মহম্মদ শামি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা এবং কে এস ভরত এখন আইপিএলের প্লে-অফের জন্য ভারতে রয়েছেন। ২৮শে মে আইপিএলের ফাইনালের পরে তাঁরা লন্ডনে পৌঁছাবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মো. শামি, মো. সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, ইশান কিষাণ (উইকেটরক্ষক)।