পঞ্চম আইপিএল জিতে হাসপাতাল যাচ্ছেন ধোনি! কিন্তু কেন?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পঞ্চম আইপিএল ট্রফি জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সোমবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে ২০২৩ আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই। ৪১ বছর বয়সী প্রাক্তন ভারতীয় অধিনায়কের ফিটনেস নিয়ে চিন্তা ছিল মরশুমের শুরু থেকেই। আইপিএল চলার মাঝেই হাঁটুর চোটে সমস্যায় পড়েন ক্যাপ্টেন কুল। কিন্তু সেই চোটের ব্যথা নিয়েই গোটা আইপিএল খেললেন তিনি।
আইপিএল ফাইনালের আগে বাঁপায়ে বড় স্ট্র্যাপিং বেধে অনুশীলন করতে দেখা গিয়েছিল ধোনিকে। রেভ স্পোর্টজের রিপোর্ট অনুযায়ী, সিএসকে অধিনায়ক সম্ভবত এই সপ্তাহের শেষে মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে বেশ কিছু শারিরীক পরীক্ষা করাতে যাবেন।
অন্যদিকে মঙ্গলবার বিকালে ধোনি সহ গোটা চেন্নাই সুপার কিংস দল টিম হোটেল চেক আউট করে বেরিয়ে আসেন। ধোনির সাথে রয়েছেন তাঁর স্ত্রী সাক্ষী এবং কন্যা জিভা। সাক্ষী এবং জিভা গতকাল চেন্নাইকে সমর্থন করতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ভিভিআইপি গ্যালারিতেও ছিলেন।
আরও পড়ুন- দেশের জন্য জেতা পদক গঙ্গায় বিসর্জন দেবেন ভারতীয় কুস্তিগীররা, বসবেন আমৃত্যু অনশনে!
আইপিএল শুরুর আগে থেকেই শোনা যাচ্ছিল যে এটাই ধোনির শেষ আইপিএল হতে চলেছে, তবে পঞ্চম আইপিএল জেতার পর ধোনি জানিয়েছেন, অবসর নেওয়া সহজ! তিনি আগামী ৯ মাস পরিশ্রম করে আরও একটি মরশুম খেলে দর্শকদের উপহার দিতে চান।
আরও পড়ূন- ভক্তদের জন্য অবসর ঘোষণা করলেন না, পরের বছর খেলার ইঙ্গিত দিলেন ধোনি
ম্যাচ শেষে হর্ষ ভোগলেকে ধোনি বলেছিলেন, "যদি ভালো করে ভাবেন, তাহলে এটাই সেরা সময় অবসর ঘোষণা করার। সহজ কাজ হবে ধন্যবাদ জানিয়ে অবসর নেওয়াটা। কিন্তু কঠিন কাজ হল নয় মাস কঠিন পরিশ্রম করে আরও এক আইপিএল মরশুম খেলা।"
এর সাথে তিনি যোগ করেছিলেন, "শরীর হয়ত দেবে না, কিন্তু চেন্নাই সুপার কিংস সমর্থকরা যেভাবে ভালোবাসা দিয়ে এসেছে, আমি আরও এক মরশুম খেলে ওদের উপহার দিতে চাই। যেভাবে ওরা ওদের ভালোবাসা আর আবেগ দেখিয়েছে, এটি এমন একটা জিনিস যেটা আমার করা উচিত।"