সেমিফাইনালে কি দলে থাকবেন হার্দিক পান্ডেয়া?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডেয়াকে। এরপর নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে ছাড়াই দল সাজাতে হয়েছিল ভারতীয় ম্যানেজমেন্টকে। গ্রুপ পর্যায়ের বাকি ম্যাচেও তাঁকে প্রথম একাদশে না পাওয়ার সম্ভাবনা বেশি। তবে তিনি সম্পূর্ণ ফিট হয়ে গেলে সেমিফাইনালে সরাসরি দলে সুযোগ পেতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। ইতিমধ্যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিং অনুশীলন শুরু করে দিয়েছেন হার্দিক। জিমেও সময় কাটাচ্ছেন প্রতিদিন।
আরও পড়ুন- ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কার্যত সেমি ফাইনালে ভারত
খবর অনুযায়ী, ২ নভেম্বর শ্রীলঙ্কা এবং ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ম্যাচেও থাকবেন না হার্দিক। তবে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দলের সাথে থাকতে চলেছেন তিনি। তবে মাঠে নামবেন কি না তা এখনও জানা যায়নি।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দ্রুত সুস্থ হয়ে উঠছেন হার্দিক এমনটাই জানা গিয়েছে। বাঁ পায়ের গোড়ালির চোট সারিয়ে অনেকটাই ইতিবাচক দলের সহ অধিনায়ক।
ঠিক কোন ম্যাচে হার্দিক প্রথম একাদশে ফিরবেন তা জানা না গেলেও, সেমিফাইনালেই তিনি নামতে চলেছেন এমনটাই মনে করা হচ্ছে।
হার্দিকের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদব এবং বিশেষত মহম্মদ শামি নিজেদের দায়িত্ব সঠিক ভাবে সামলে নিলেও দলের ভারসাম্য বজায় রাখতে বেশ সমস্যায় পড়েছেন রাহুল দ্রাবিড় ও ভারতীয় ম্যানেজমেন্ট।