অজিঙ্ক রাহানের সাংবাদিক বৈঠকে রিপোর্টার হিসেবে হাজির রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দিব্যি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ভারতের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে, কারণ আগামী বুধবার উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে ভারত। এমন সময়ে সাংবাদিক রূপে একজনের উপস্থিতিতে পুরো পরিবেশটাই বদলে গেল।
সাংবাদিক রূপে হাজির হন খোদ ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আর সেই সময়ে রাহানেকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন রোহিত। ক্যারিবিয়ানে প্রথমবার খেলতে আসা তরুণ ক্রিকেটারদের জন্য কি পরামর্শ দেবেন, এমন ধরণের প্রশ্ন করেন রোহিত।
রোহিতের প্রশ্নের জবাবে রাহানে বলেন, "তরুণ ক্রিকেটার সহ সকলের প্রতি আমার বার্তা থাকবে যে ধৈর্য অত্যন্ত জরুরি। এখানকার পরিবেশ খুবই উত্তেজক। ক্রিকেটারদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল ফোকাস করা এবং বিকেল পাঁচটার পর কি করতে হবে সেটা নিয়ে ভাবা উচিত নয়। আপনি যে দেশে রয়েছেন সেই দেশের সাথে মানিয়ে নিতে হবে। আপনাকে মাটিতে পা রেখে চলতে হবে। অন্যদিকে ফোকাস রাখলে চলবে না।"
আরও পড়ুন - ঘোষিত হল ২০২৩ বিশ্বকাপের জন্য ইডেন গার্ডেন্সের টিকিটের দাম
আর সেই সময়ে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায় আর সকলে ড্রেসিংরুমের দিলে ছুটতে শুরু করে।
এরপর রাহানে জানান যে রোহিত সকলকে নিজের স্বাভাবিক খেলা খেলার স্বাধীনতা দেন এবং তার অধিনায়কত্বে খেলা উপভোগ করছেন রাহানে।