এশিয়া কাপ ফাইনালে কি হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রবিবার এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল। গ্রুপ পর্ব, সুপার ফোর রাউন্ড সব মিলিয়ে ১২টি ম্যাচে শেষে ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। কলম্বোতে এশিয়া সেরার হওয়ার শেষ লড়াই দেখার জন্য মুখিয়ে ক্রিকেট বিশ্ব। সুপার ফোরে পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে শ্রীলঙ্কা। অপরদিকে, সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট এক ম্যাচ বাকি থাকতেই পাকা করে ফেলেছিল ভারত।
আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালের আগে বড় ধাক্কা! চোট পেয়ে ছিটকে গেলেন এই তারকা স্পিনার
সুপার ফোরের শেষ ও নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করেও হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। ফলে শেষ ম্যাচ হেরে ফাইনালে নামছে ভারত। ফাইনালের আগেই দুই দলেই রয়েছে চোট সমস্যা। চোটের কারণে ভারতের খেলতে পারেবেন না অক্ষর প্যাটেল ও শ্রীলঙ্কা পাবে না থিকশানা। অক্ষর প্যাটেলের জায়গায় তড়িঘড়ি ভারতীয় দলে সঙ্গে যোগ দিয়েছেন অফ স্পিনার-বাঁ হাতি অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
একনজরে দেখে নিন এশিয়া কাপের ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ , হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাজেদা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।