আমার আয়ের তথ্য সত্য নয়! বড় মন্তব্য করলেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট খেলোয়াড় হিসেবে বিরাট কোহলির নাম সবার আগে আসে। শুধু খেলাধূলাই নয়, সোশ্যাল মিডিয়াতেও বিপুল অর্জন করেন প্রাক্তন ভারত অধিনায়ক। একাধিক রিপোর্ট অনুযায়ী, ইনস্টাগ্রামে এক একটি পোস্টের জন্য প্রায় ১১ কোটি টাকা উপার্জন করেন বিরাট।
আরও পড়ুন - বড় ব্যবধানে এগিয়ে থাকার সুযোগ নষ্ট। নেভিকে হারিয়েও শান্তি নেই মহামেডানের!
তবে এই তথ্য সঠিক নয়, সেটি স্পষ্ট করে দিলেন খোদ বিরাট কোহলি। নিজের টুইটারে সুপারস্টার এই ব্যাটার লিখেছেন, "জীবনে যা পেয়েছি তার জন্য আমি ঋণী ও কৃতজ্ঞ। তবে আমার সোশ্যাল মিডিয়া উপার্জন নিয়ে যে খবর ভেসে বেড়াচ্ছে তা সত্যি নয়।"
সম্প্রতি হুপার এইচকিউ নামক এক সোশ্যাল মিডিয়া মার্কেটিং সল্যুশন সংস্থা জানিয়েছিল যে ইনস্টাগ্রামে বিরাট কোহলি তৃতীয় ধনীতম ব্যক্তিত্ব। সেই তালিকা অনুযায়ী, প্রথম ২৫ জনের মধ্যে একমাত্র ভারতীয় হলেন বিরাট কোহলি। আর তার উপরে কেবল রয়েছে ফুটবলের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি।
আরও পড়ুন - এক্সক্লুসিভঃ মাঠে বসে ডার্বি দেখতে পারেন অরিজিৎ সিং!
ইনস্টাগ্রামে অত্যন্ত সক্রিয় বিরাট কোহলি। নিজের অনুশীলন ও জিম সেশনের ছবি-ভিডিও ছাড়াও নানান বিপনন সংস্থার বিজ্ঞাপনের ভিডিও ছাড়েন বিরাট।