WTC ফাইনালে নয়া রেকর্ডের সামনে কোহলি, পিছনে ফেলবেন এই তারকাকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ওভালে আগামী ৭ই জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল। অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত। সেই ম্যাচের আগে অনুশীলনও শুরু করে দিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া দুই দল। টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে ১০ বছরের আইসিসি ট্রফির খরা কাটাতে চায় টিম ইন্ডিয়া। ফাইনাল ম্যাচে স্বাভাবিকভাবেই বিরাট কোহলির দিকে নজর থাকছে সকলের। এই ম্যাচেই নয়া রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি। ওভালে এক সর্বকালীন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে বিরাট কোহলির সামনে।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোহলি যদি আর ১০৪ রান করতে পারেন, তাহলে তিনি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মিলিয়ে সর্বোচ্চ রানের কৃতিত্ব নিজের নামে করে ফেলবেন। কোহলি এখনও পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ৬ ইনিংস খেলে মোট ২১৭ রান করেছেন।
আরও পড়ুন: মহিলাদের এশিয়া কাপে জাতীয় দলে সুযোগ পেলেন বাংলার তিতাস সাধু
ওভালে আর ১০৪ রান করলেই কুমার সাঙ্গাকারার রেকর্ড ভেঙে ফেলবেন কোহলি।টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী সাঙ্গাকারা একাধিক ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। তিনিই এখনও পর্যন্ত আইসিসির ফাইনালে ৭ ইনিংসে মোট ৩২০ রান করেছেন। ওভালের ফাইনালে কোহলির সামনে সাঙ্গাকারাকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি রয়েছে।