বিয়ের জন্য WTC ফাইনালে অংশ নেবেন না এই ভারতীয় তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে ইতিমধ্যেই একে একে ভারতীয় ক্রিকেটাররা রওনা দিয়েছে ব্রিটেনের উদ্দেশ্যে। কিন্তু চোট না থাকা সত্ত্বেও এই তারকা ভারতীয় ক্রিকেটার অংশ নেবেন না ফাইনালে।
তিনি হলেন চেন্নাই সুপার কিংসের তারকা ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। আগামী ৩-৪ জুন বিয়ে করছেন মহারাষ্ট্রের এই ক্রিকেটার। ফলে ব্রিটেন যেতে পারবেন না রুতুরাজ।
এদিকে যা সম্ভাবনা, তাতে রুতুরাজের পরিবর্তে সুযোগ পেতে পারেন আর এক তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। রাজস্থান রয়্যালসের হয়ে এবারের আইপিএলে অসাধারণ খেলেছেন যশস্বী, ১৪ ম্যাচে ৬২৫ রান করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে ব্রিটেন উড়ে যাবেন তিনি।
আরও পড়ুন - টিকিটের হাহাকার! আইপিএল ফাইনাল দেখতে মরিয়া হাজার হাজার ক্রিকেট ভক্তরা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে সুযোগ পেয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়, তার সাথে ছিলেন সূর্যকুমার যাদব ও মুকেশ কুমার। সেই জায়গাতেই আসতে চলেছেন যশস্বী জয়সওয়াল।
অন্যদিকে, গুজরাট টাইটান্সের কাছে কোয়ালিফায়ার ২-তে পরাজিত হওয়ায় মুম্বাই ইন্ডিয়ান্সের ত্রয়ী রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও ইশান কিশান ব্রিটেনে উড়ে যাবেন। রবিবার ফাইনালের পর ব্রিটেনে উড়ে যাবেন গুজরাটের মহম্মদ শামি ও শুভমন গিল।
বর্তমানে কেন্টের স্পিটফায়ার গ্রাউন্ডে অনুশীলন করছে ভারতীয় দল। আগামী ৩-৪ জুন তারা লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। আগামী ৭-১১ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।