শুভমনের ব্যাটে মুগ্ধ শচীন, ফাইনালের আগে ভূয়সী প্রশংসা গিলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: তিনি ভারতীয় ক্রিকেটের ঈশ্বর। সেই ক্রিকেট ঈশ্বরী কিনা তাকিয়ে রয়েছেন একজনের ব্যাটের দিকেই। আমেদাবাদে আইপিএল ফাইনালের আগে নিজের সোশ্যাল মিডিয়ায় এভাবেই শুভমন গিলের প্রসঙ্গ তুলে ভূয়সী প্রসংশা করলেন স্বয়ং শচীন তেন্ডুলকর। এবছর আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন। কোহলি, রোহিতদের ছুটি করে দিয়েছেন একা হাতেই। ফাইনালেও গিলের ব্যাট থেকে বড় রান দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা।
মেগা ফাইনালের আগে শুভমন গিলের প্রশংসায় মাস্টার ব্লাস্টার লেখেন, "এ বছর শুভমন গিলের পারফরম্যান্স অবিশ্বাস্য। শেষ দুটো সেঞ্চুরি অনেক গুরুত্ব রেখে গেল। ঠাণ্ডা মাথায় দুরন্ত ব্যাটিং করে। এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। ওর রানের খিদে দেখে আমি মুগ্ধ। এমনকি রানিং বিটুইন দ্য উইকেটেও বেশ সুন্দর।"
প্রসঙ্গত, শচীনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমন গিলের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমনিতেই জল্পনা রয়েছে। যদিও এই খবরের সত্যতা এখনও মেলেনি। তবে শচীনের এই টুইট নতুন করে ফের জল্পনা উস্কে দেয় নেটিজেনদের।
আরও পড়ুন: আপনারা কি ধোনিকে সারাজীবন খেলতে দেখতে চান? প্রশ্ন তুললেন কপিল দেব
শুভমন গিল ছাড়াও মেগা ফাইনাল দেখার জন্য মুখিয়ে আছেন মাস্টার ব্লাস্টার। মহেন্দ্র সিং ধোনি আর হার্দিক পান্ডিয়ার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শচীন। তিনি লেখেন, "গুজরাট শিবিরে হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলারের মতো বিধ্বংসী ব্যাটাররা আছে। যারা ফাইনালে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারও বেশ মজবুত। ৮ নম্বরে ব্যাট করতে আসে ধোনি। এতেই বোঝা যায় ওদের ব্যাটিং গভীরতা কতটা।"
যদিও রবিবার বৃষ্টির কারণে ফাইনাল খেলাটি শুরু করা যায়নি। নির্ধারিত সময় মেনেই সোমবার নির্দিষ্ট সময়ে ফের খেলা শুরু হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।