ধোনির জন্মদিনে অভিনব সেলিব্রেশন ঋষভ পন্থের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ৭ জুলাই, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে শ্রেষ্ঠ '৭' নম্বরের জন্মদিন। তিনি মহেন্দ্র সিং ধোনি, ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার সুনামি বয়ে যাবে, সেটাই স্বাভাবিক। যদিও তিনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সোশ্যাল নন। তবে তাঁর জন্মদিন তারকা ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থ যেভাবে পালন করলেন তা মন জিতে নিয়েছে নেট দুনিয়ার।
আরও পড়ুন- “রিঙ্কু সিং দলের জন্য আরও ভাল বিকল্প হতে পারতেন”, জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
প্রসঙ্গত ক্রিকেট মাঠের আকৃতির একটি কেক কাটেন ঋষভ পন্থ। কেক কাটার সেই মুহূর্তের ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট ক্রে লিখেছেন, "শুভ জন্মদিন মাহি ভাই। আপনিতো আমার কাছে নেই তাই আপনার জন্য আমিই কেক কেটে নিচ্ছি। শুভ জন্মদিন।"
পন্থ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হরভজন সিং, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, মহম্মদ শামি, মুনাফ প্যাটেল, কুলদীপ যাদব এবং ভারতের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা।