সূচি প্রকাশিত হলেও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ পাকিস্তানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে প্রকাশিত হল ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। কিন্তু সূচি প্রকাশের দিনই আবারও এই মেগা ইভেন্টে নিজেদের অংশগ্রহণ নিয়ে আবারও অনিশ্চয়তা প্রকাশ করল পাকিস্তান।
আরও পড়ুন - বিশ্বকাপের কোন কোন ম্যাচ পেল ইডেন গার্ডেন্স? দেখে নিন
মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া প্রধান সামি উল হাসান এক বিবৃতি প্রকাশ করেছেন। সেই বিবৃতিতে বলা হয়েছে, "ভারতে কোনও সফর সহ ম্যাচের ভেন্যুতে যাওয়ার জন্য পাকিস্তান সরকারের ছাড়পত্র প্রয়োজন পাকিস্তান ক্রিকেট বোর্ডের। আমরা আমাদের সরকারের সাথে কথা বলছি, আর তাদের থেকে কোনও বার্তা পেলে আমরা আইসিসিকে জানাব। কয়েক সপ্তাহ আগে আইসিসির সাথে আলোচনার পর যে পরিস্থিতি ছিল, তাই রয়েছে।"
সূচি অনুযায়ী, ভারতের মোট পাঁচটি শহরে নিজেদের ম্যাচ খেলবে পাকিস্তান। হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায় দুটি করে ম্যাচ এবং আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে একটিই ম্যাচ খেলবে পাকিস্তান।