এশিয়া কাপ নিয়ে রাতারাতি মতবদল পরবর্তী পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান জাকা আশরাফের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এশিয়া কাপের হাইব্রিড মডেল নিয়ে পিসিবির পরবর্তী প্রধান জাকা আশরাফের মতামত বদলে গেল এক দিনের মধ্যেই। আশরাফ জানিয়েছেন যে এশিয়া কাপের হাইব্রিড মডেলে তাঁর পূর্ণ সম্মতি রয়েছে।
পিসিবির চেয়ারম্যান হিসাবে শীঘ্রই নিযুক্ত হবেন জাকা আশরাফ। তার আগে বুধবার ইসলামাবাদে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন যে তিনি এশিয়া কাপের হাইব্রিড মডেলকে প্রত্যাখ্যান করছেন। আর তাঁর এই মন্তব্যের পরেই সৃষ্টি হয় নতুন বিতর্কের। তবে এরপর ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গিয়েছে, তাই আমাদের এটি মেনেই চলতে হবে।"
আরও পড়ূন- ২০২৪ এএফসি ফুটসল এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে কঠিন গ্রুপে ভারত
এর আগে আশরাফ জানিয়েছিলেন যে হাইব্রিড মডেলে পাকিস্তানের কোনো লাভ হবেনা, তাই তিনি সর্বদা এই মডেলকে প্রত্যাখ্যান করবেন। তিনি মনে করেন, পাকিস্তানের আরও ভালো ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত ছিল, যাতে সম্পূর্ণ টুর্নামেন্টটিই পাকিস্তানে খেলা হয়। পাকিস্তানে মাত্র চারটি ম্যাচ হবে যেখানে বেশিরভাগ ম্যাচ হবে শ্রীলঙ্কায়, এর ফলে পাকিস্তানের খুব বেশি লাভ হবেনা।
হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তান এশিয়া কাপের ৪টি ম্যাচের আয়োজন করবে এবং বাকি ৯ ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়। ভারতীয় দল তাঁদের সবকটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতেই। ২০২৩ এশিয়া কাপ শুরু হবে ৩১ অগাস্ট থেকে। পাকিস্তানে যে ৪টি ম্যাচ হবে সেগুলি লাহোরের গাদাফি স্টেডিয়ামে খেলা হবে।