আইসিসি র্যাঙ্কিংয়ে বড় উত্থান ভারতের, পতন পাকিস্তানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি এশিয়া কাপের ফাইনালে যোগ্যতা অর্জন করেছে টিম ইন্ডিয়া। আর এই বড় সাফল্যে বড় লাভ পেল ভারতীয় দল। সদ্য প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে উত্থান ঘটেছে ভারতের।
আরও পড়ুন - ভারতের বিরুদ্ধে ফাইনালে এই ম্যাচ উইনারকে নাও পেতে পারে শ্রীলঙ্কা
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ১১৬ পয়েন্ট নিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
এদিকে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে র্যাঙ্কিংয়ে পতন ঘটল শীর্ষস্থানাধিকারী পাকিস্তানের। দুই ধাপ নেমে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ১১৫ পয়েন্ট নিয়ে রয়েছে তারা।
আরও পড়ুন - Asia Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে মর্যাদার ম্যাচে এই একাদশে নামতে পারে ভারত
এদিকে শীর্ষস্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ভালো পারফর্ম করে ১১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসেছে অজিরা।