বাংলাদেশের বিরুদ্ধে হার কি ফাইনালের আগে চিন্তা বাড়াল? উত্তর দিলেন রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৬ রানে হারল ভারত। ইতিমধ্যেই ফাইনালে যোগ্যতা অর্জন করায়, বেশ কয়েকজন প্রথমসারির খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই হার ফাইনালের আগে নিঃসন্দেহে চিন্তায় রাখবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।
আরও পড়ুন - কলকাতা লিগের সুপার সিক্সের প্রথম ডার্বি হবে এই তারিখে
এই হারের পর অবশ্য ভারত অধিনায়ক রোহিত শর্মা এর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, ফাইনালের আগে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিতে চেয়েছিলেন, তবে বাংলাদেশের বিরুদ্ধে দল ভালো লড়াই দিয়েছে।
এই নিয়ে রোহিত ম্যাচের পর বলেছেন, "আগামী পরিস্থিতির কথা মাথায় রেখে, আমরা ছেলেদের গেম টাইম দিতে চেয়েছিলাম। তবে ম্যাচের ফলাফলকে কোনওভাবেই অবহেলা করে নামিনি। যাদের বিশ্বকাপ খেলার কথা রয়েছে, তাদের সুযোগ দিয়েছি।"
এদিকে শতরান হাঁকানো শুভমন গিল ও শেষ অবধি লড়াই চালিয়ে যাওয়া অক্ষর প্যাটেলের প্রশংসা করেছেন রোহিত। ১২১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন গিল। এদিকে শেষের দিকে ৪২ রানের লড়াকু ইনিংস খেলেন অক্ষর।
আরও পড়ুন - জল হাতে দৌঁড়তে গিয়ে এই কান্ড করলেন বিরাট কোহলি! দেখুন ভিডিও
এই নিয়ে রোহিত বলেছেন, "অক্ষর দুর্দান্ত ব্যাটিং করেছেন, কিন্তু ফিনিশ করতে পারেননি। উনি বড় চরিত্র দেখিয়েছেন। তবে কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের বোলারদের। গিলের শতরান অসাধারণ ছিল। ও নিজের খেলার উপর ভরসা রাখে, ও জানে কিভাবে ওকে খেলতে হবে। গত বছর থেকে ওর ফর্মটা দেখুন। নতুন বলের বিরুদ্ধে সাবলীল। খুব পরিশ্রম করে, এছাড়া অন্য কিছু ভাবতে পারে না গিল।"
আগামী রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।