অ্যাসেজের জন্য অবসর ভেঙে ফিরে আসছেন তারকা ইংল্যান্ড ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অবসর ভেঙে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। ঐতিহ্যশালী অ্যাসেজ সিরিজের আগেই ফিরছেন মঈন।
খবর অনুযায়ী, জ্যাক লিচ চোট পেয়ে অ্যাসেজ সিরিজ থেকে ছিটকে যাওয়ার কারণে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস, কোচ ব্র্যান্ডন ম্যাককালাম এবং ম্যানেজিং ডিরেক্টর রব কি মঈনকে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার পরামর্শ দেন। আর তাঁদের অনুরোধেই ফিরতে চলেছেন ৩৫ বছর বয়সী মঈন আলী। প্রসঙ্গত ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন মঈন।
ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলে মঈন রান করেছেন মোট ২,৯১৪ এবং উইকেট পেয়েছেন ১৯৫টি। ১৬ জুন থেকে শুরু হতে চলেছে ২০২৩ অ্যাসেজ। আর সেখানেই ব্যাটে বলে আবারও দেখা যাবে মঈন ঝলক।