"যেই আসুক, দেখে নেব।" বিশ্বকাপের আগে হুঙ্কার প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ঘরের মাঠে আসন্ন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ের বিষয় নিশ্চিত প্রাক্তন তারকা ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। ২০১১ বিশ্বকাপ জয়ী রায়না বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও তাঁর দলের উপর পূর্ণ আস্থা রাখছেন। শুধু জয়ের বিষয় আশাবাদীই নন রায়না একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিশ্বকাপের অন্যান্য দলগুলিকে।
আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই ফাইনালের প্রস্তুতি সারলেন বিরাট-হার্দিক
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়না বলেছেন, "যেই আসুক, দেখে নেব।"
যদিও এর সাথে রায়না জানিয়েছেন যে ভারতীয় দলের সাফল্য অনেকটাই নির্ভর করছে দলের টপ অর্ডারের উপর।
আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে হার কি ফাইনালের আগে চিন্তা বাড়াল? উত্তর দিলেন রোহিত শর্মা
রায়না বলেছেন, "যদি রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমান গিল এই তিন ক্রিকেটার ভাল ব্যাটিং করে, এরপর আমাদের ভাল মিডল অর্ডার রয়েছে। আমাদের হার্দিক পান্ডেয়া, ঈশান কিষান, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল এবং শার্দুল ঠাকুর রয়েছেন। টপ তিনজন ব্যাটারকে ভাল খেলতেই হবে বিশেষত বিরাট কোহলিকে। তিনি ভাল ব্যাটিং করছেন। যদি তিনি ৩৫-৪০ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারেন তাহলে আমাদের ভাল সুযোগ রয়েছে।"