সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া নিয়ে কি বললেন কেএল রাহুল?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বছরটি খুব একটা ভালো সময় যাচ্ছে না টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার কেএল রাহুল। খারাপ ফর্মের সাথে সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে সমালোচিত হয়েছেন রাহুল। চলতি আইপিএলে রাহুলের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনায় মুখর প্রাক্তন ক্রিকেটাররাও।
বর্তমানে চোটের কারণে খেলতে পারছেন না রাহুল। কিন্তু এই সমালোচনা ও সোশ্যাল মিডিয়ায় আক্রমণকে কিভাবে সামলেছেন ভারতের এই তারকা ব্যাটার?
এক পডকাস্টে এই বিষয়ে রাহুল বলেছেন, "এটি এমন একটি বিষয় যা আমায় আর বাকি ছেলেদেরও প্রচন্ড প্রভাবিত করে, যখন আমাদের মত অ্যাথলিটদের সমর্থনের প্রয়োজন। মানুষ ভাবে যে তাদের অধিকার বা ক্ষমতা রয়েছে যা খুশি বলার। কিন্তু দেখুন যে সেই মানুষটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন।"
"আমরা কেউই খারাপ পারফর্ম করতে চাই না। এটাই আমাদের জীবন। এটাই আমাদের করতে হয়। আগেও বলেছি, আমি ক্রিকেট ছাড়া আর কিছু জানি না।"
"এটাই একমাত্র আমি জানি। কেন কেউ মনে করবেন যে আমি আমার খেলা নিয়ে ভাবি না কিংবা আমি পরিশ্রম করি না? দুর্ভাগ্যবশত খেলাধূলায়, কোনও যোগাযোগ নেই। আগেও বলেছি আমি পরিশ্রম করেছি কিন্তু ফল আমার পক্ষে যায়নি।"