২০২৩ আইপিএল ফাইনালে বিশ্বরেকর্ড!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ আইপিএলে ক্রিকেটাররা ভেঙেছেন একের পর এক আইপিএল রেকর্ড। এবার এই টুর্নামেন্টই গড়ল এক নতুন বিশ্ব রেকর্ড। খবর অনুযায়ী, আইপিএল ফাইনালের দিন নতুন বিশ্ব রেকর্ড গড়েছে আইপিএলের ডিজিটাল সম্প্রচারক জিও সিনেমা।
আরও পড়ুন- পঞ্চম আইপিএল জিতে হাসপাতাল যাচ্ছেন ধোনি! কিন্তু কেন?
সোমবার চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচটির কনকারেন্ট সংখ্যা ৩ কোটি ২০ লক্ষ ছাড়িয়ে যায়। যা এক নতুন বিশ্ব রেকর্ড।
একই সময় একসাথে ৩ কোটিরও বেশি মানুষ খেলা দেখছেন এই ঘটনা প্রথম। এর আগে ২০১৯ সালে হটস্টারের এই রেকর্ড ছিল। ২০১৯ সালের জুলাই মাসে হটস্টারের কনকারেন্ট সংখ্যা ছিল ২ কোটি ৫৩ লাখ। এই রেকর্ড এই আইপিএলে বারংবার ভাঙে জিও সিনেমা। তবে ৩ কোটি ২০ লাখ নতুন একটি রেকর্ড।
জিও সিনেমাতে বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থার কারণেই এই রেকর্ড সম্ভব বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।