ঐতিহ্যশালী এমসিসিতে বড় দায়িত্ব পেলেন ঝুলন গোস্বামী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ঐতিহ্যশালী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বড় দায়িত্ব পেলেন প্রাক্তন ভারতীয় পেসার ঝুলন গোস্বামী। সোমবার লর্ডসে ক্লাবের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটিতে স্থান দেওয়া হবে মহিলা ক্রিকেটের এই কিংবদন্তি বাঙালিকে।
শুধু ঝুলনই নন, এই কমিটিতে জায়গা করেছেন ইংল্যান্ডের মহিলা দলের অধিনায়িকা হিথার নাইট ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান।
এই বিশ্ব ক্রিকেট কমিটি একটি স্বাধীন সংস্থা, যেখানে বিশ্বের একাধিক প্রাক্তন ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটার, আম্পায়ার ও কর্তারা থাকেন।
আরও পড়ুন - ধোনি নন, সুনীল গাভাস্কারের মতে আসল ‘ক্যাপ্টেন কুল’ এই কিংবদন্তি ক্রিকেটার
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ভারতের প্রাক্তন অধিনায়িকা ঝুলন গোস্বামী, যেখানে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামেন। দুই দশক ধরে নিজের গতিতে প্রতিপক্ষকে চমকে দিয়েছেন চাকদহ এক্সপ্রেস। সাদা বলের ক্রিকেটে ২৭২ ম্যাচে ৩০০ এর বেশি উইকেট নিয়েছেন ঝুলন। অন্যদিকে ১২টি টেস্ট ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন।