বাবা আইসিইউতে ছিলেন, তবুও মুম্বাইয়ের বিরুদ্ধে দুরন্ত বোলিং মহসিন খানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার আইপিএল ২০২৩-এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ রানে হারায় লখনউ সুপার জায়ান্টস। শেষ ওভারে মুম্বাইয়ের বিরুদ্ধে ১১ রান ডিফেন্ড করেন বাঁ হাতি পেসার মহসিন খান।
কিন্তু এটি কি জানেন, মহসিনের বাবা গত ১০ দিন ধরে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন, সদ্য বাড়ি ফিরেছেন। এদিকে মহসিন নিজেও কাঁধের চোটের জন্য পুরো ঘরোয়া মরশুম ও আইপিএল ২০২৩-এর অধিকাংশ ম্যাচ মিস করেছেন।
কিন্তু চলতি আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসকে জিতিয়ে দিলেন মহসিন। আর এই পারফর্মেন্স নিজের বাবাকে উৎসর্গ করলেন মহসিন।
পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে মহসিন বলেছেন, "খুবই কঠিন সময় ছিল যেহেতু আমি চোট পেয়েছিলাম, এক বছর পর খেলছি। আমার বাবা গতকাল আইসিইউ থেকে ছাড়া পেয়েছিলেন এবং তিনি গত ১০ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। যা করেছি ওনার জন্যই করেছি, উনি নিশ্চয়ই দেখছিলেন।"
মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৪ বছর বয়সী এই পেসার তিন ওভারে ২৬ রান দিয়ে নেহাল ওয়াধেরার উইকেট নেন।