প্রধানমন্ত্রীর অনুরোধ রাখতে গিয়ে বিপাকে বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রাত পোহালেই ১৫ অগাস্ট দেশের ৭৬তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে এই অনুরোধ করেছেন যে তাঁরা যেন 'হর ঘর তিরঙা' ক্যাম্পেনের পাশে দাঁড়ায়। আর সেজন্যই সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারে দেশের জাতীয় পতাকার ছবি দেওয়ার অনুরোধ করা হয়েছে। সেই অনুরোধে সাড়া দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে X-এর প্রোফাইল পিকচার বদলে তারা দেশের জাতীয় পতাকার ছবি দেয়। আর সেইসঙ্গে প্রোফাইলের গোল্ডেন টিক গায়েব হয়ে যায়। এই ঘটনায় সকলেই যথেষ্ট স্তম্ভিত হয়েছেন।
আরও পড়ুন: বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে বিশেষ পরিকল্পনা AIFF-এর
কিছুদিন আগেই মাইক্রো ব্লগিং সাইট টুইটার বদলে হয়েছে X। বদলে গিয়েছে লোগো। এলন মাস্কের মালিকানাধীন X-এর নিয়ম কানুনেও বদল এসেছে। নয়া নিয়মের গেরোয় পড়েই ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিশিয়াল পেজ থেকে সরে গিয়েছে ব্লু টিক।
নয়া নিয়ম অনুযায়ী, ভেরিফায়েড অ্যাকাউন্টগুলির নাম ও ডিসপ্লে পিকচারে অন্য কিছু ব্যবহার করা চলবে না। X ম্যানেজমেন্ট এবার বিসিসিআইয়ের প্রোফাইল রিভিউ করে। গাইডলাইন অনুযায়ী যদি সব ঠিকঠাক মনে হয় ম্যানেজমেন্টের তাহলে ব্লু টিক ফিরে পেতে পারে বিসিসিআই। এর জন্য ৪-৫ দিন সময় লেগে যেতে পারে।