এশিয়া কাপ ফাইনালের আগে বড় ধাক্কা! চোট পেয়ে ছিটকে গেলেন এই তারকা স্পিনার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এশিয়া কাপ ফাইনালের আগে শ্রীলঙ্কা ক্রিকেট দলে বড় ধাক্কা। তারকা স্পিনার মহেশ থিকশানা, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। এবার ভারতের বিরুদ্ধে রবিবার এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল থেকে বাদ পড়েছেন তিনি। পাকিস্তানের ইনিংসের সময় চোট পেয়েছিলেন এবং পরে আর মাঠে নামেননি। পরবর্তীতে স্ক্যান করলে পেশীর আঘাত ধরা পড়ে। ফলে গুরুত্বপূর্ণ ফাইনালে তিনি দলে থাকবেন না।
আরও পড়ুন: “যেই আসুক, দেখে নেব।” বিশ্বকাপের আগে হুঙ্কার প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারের
থিকশানার চোট পেয়ে ছিটকে যাওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট নির্বাচকরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন ফাইনালের জন্য তাঁর পরিবর্ত হিসেবে সাহান আরাচিগেকে দলে নেওয়া। নির্বাচকরা সম্ভবত আরাচিগের ফর্ম বিবেচনা করেছেন যাতে থিকশানের অনুপস্থিতিতে দল না পড়ে।
মহেশ থিকশানার অনুপস্থিতি নিঃসন্দেহে শ্রীলঙ্কার জন্য একটি বড় ধাক্কা। তবে শ্রীলঙ্কা আশা করবে যে সাহান আরাচিগে আসন্ন ফাইনাল দলের হয়ে বিশেষ ভূমিকা নেবে। এদিকে শ্রীলঙ্কার সমর্থকরা থিকশানার প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকবে।