Asia Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে মর্যাদার ম্যাচে এই একাদশে নামতে পারে ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই চলতি এশিয়া কাপের ফাইনালে যোগ্যতা অর্জন করে ফেলেছে টিম ইন্ডিয়া। এবার সুপার ৪-এর শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মুখোমুখি হবে তারা। দুই দলের কাছেই ম্যাচটা কার্যত গুরুত্বহীন, যেহেতু বাংলাদেশ ইতিমধ্যেই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। তবে দুই প্রতিবেশী দেশের মধ্যে এই ম্যাচটি মর্যাদারক্ষার হবে, তা বলাই যায়।
আরও পড়ুন - অবসর ভেঙে ক্রিকেটে ফিরে নয়া রেকর্ড গড়লেন বেন স্টোকস
তবে এই ম্যাচে প্রথম সারির বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, যাতে ফাইনালের আগে পুরো ফিট হতে পারে তারা। যা সম্ভাবনা রয়েছে, দুই পেসার জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে, যেহেতু চলতি টুর্নামেন্টে এই দুই পেসার প্রতিটা ম্যাচ খেলেছেন। তাদের পরিবর্তে মহম্মদ শামি ও প্রসিধ কৃষ্ণা সুযোগ পেতে পারেন।
এদিকে বাংলাদেশের বিরুদ্ধে টপ অর্ডারে পরিবর্তন হওয়ার সেরকম সম্ভাবনা নেই। ফাইনালের আগে রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি ও কেএল রাহুল নিজেদের ব্যাটিংয়ের ধার বাড়াতে চাইবেন বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে। তবে বাংলাদেশের বিরুদ্ধে অনিশ্চিত শ্রেয়াস আইয়ার, যদিও বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলনে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন তিনি। সেক্ষেত্রে ইশান কিশানই নিজের জায়গা ধরে রাখতে পারেন।
আরও পড়ুন - বাংলাদেশ ম্যাচের আগে ভারতীয় অনুশীলনে নজর কাড়লেন শ্রেয়াস আইয়ার
এদিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম নিতে পারেন হার্দিক পান্ডিয়া। সেক্ষেত্রে তিলক ভার্মা কিংবা সূর্যকুমার যাদবের একজনকে সুযোগ দেওয়া হতে পারে। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রাখলে, সূর্যকুমারের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
শুক্রবার আর প্রেমদাসা স্টেডিয়ামের পিচের পরিস্থিতি দেখে শার্দূল ঠাকুর কিংবা অক্ষর প্যাটেলের একজনকে সুযোগ দেওয়া হবে একাদশে।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর / অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, কূলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা।