WTC ফাইনালে সুযোগ না পাওয়ার হতাশা আজও যন্ত্রণা দেয় অশ্বিনকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার ডমিনিকার উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন রবিচন্দ্রন অশ্বিন। ৬০ রানে পাঁচ উইকেট নেন তিনি, আর এর জেরে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৫০ রানে অল আউট হয়ে যায়।
এর ফলে টেস্ট কেরিয়ারে ৩৩ বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের বেশি নিয়েছেন অশ্বিন।
এই পারফর্মেন্স নিয়ে বিসিসিআই মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেছেন, "আমার মনে হয়েছে এটি একটি দুর্দান্ত পারফর্মেন্স। বর্তমানে বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি, যেখানে গোটা বিশ্বজুড়ে এত বেশি ক্রিকেট চলছে। আমার খারাপ লেগেছিল যে আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিততে পারিনি।"
"এই চক্রের শুরুতে, আমরা ওয়েস্ট ইন্ডিজে রয়েছি। আর আমি বর্তমানে বাঁচতে চাই।"
এদিকে সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম একাদশে সুযোগ না পাওয়া নিয়ে অশ্বিন বলেছেন, "খুবই কঠিন হয়, যখন একজন ক্রিকেটার হিসেবে, আপনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সুযোগ পান, কিন্তু আপনাকে বসে থাকতে হয়। সে সব ঠিক আছে। কিন্তু তখন কি পার্থক্য থাকবে আমার সাথে অন্য মানুষের যদি আমিও ড্রেসিংরুমে হতাশা প্রকাশ করি? যখন আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য গিয়েছিলাম, আমি মানসিক ও শারীরিকভাবে খেলার জন্য তৈরি ছিলাম, ম্যাচের জন্য পরিকল্পনা করেছিলাম, কিন্তু আমি এই ম্যাচ না খেলার জন্যও তৈরি ছিলাম।"
আরও পড়ুন - লর্ডসে দাদাগিরির ২১ বছর পূর্তি
"আমি যদি এই ম্যাচটি না খেলতে পারি, তাহলে আমি কিভাবে প্রতিক্রিয়া দেব? কীভাবে আমি নিশ্চিত থাকব যে আমার দলের ড্রেসিংরুম মুখিয়ে থাকবে, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতাটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটি আমার কেরিয়ারের সব থেকে বড় পর্যায় ঘটতে পারত, আর এখানে আমি ভালো ভূমিকা নিতে পারতাম। খুবই দুর্ভাগ্যজনক এটি কাজে দেয়নি।"