WTC ফাইনালে দ্বিতীয় দিনের শেষেও চালকের আসনে অস্ট্রেলিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনে ম্যাচের রাশ অস্ট্রেলিয়ার হাতেই। ওভাল টেস্টের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অন বাঁচানোর লড়াই করছে রোহিত শর্মারা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে আপাতত ভারত ৫ উইকেট হারিয়ে ১৫১ রান। ক্রিজে রয়েছেন অজিঙ্কা রাহানে ও কেএস ভরত।
ভারতের ৪ উইকেট পড়ে গিয়েছিল ৭১ রানে। অধিনায়ক রোহিত শর্মা ১৫ ও শুভমান গিল ১৩ রান করে আউট হন। চেতেশ্বর পূজারা করেন ১৪। দুরন্ত ডেলিভারিতে বিরাট কোহলিকে সাজঘরে পাঠান মিচেল স্টার্ক। কোহলিও করেন ১৪ রান। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন ও নাথান লায়ন ১টি করে উইকেট নিয়েছেন।
এরপর সদ্য আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের দুই সতীর্থ অজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজা ১০০ বলে ৭১ রানের পার্টনারশিপ গড়েন। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৫১ বলে ৪৮ রানের ইনিংস খেলেন জাদেজা। এরপরই দলের ১৪২ রানের মাথায় নাথান লায়নের বলে রবীন্দ্র জাদেজার আউট হয়ে যান।
আরও পড়ুন: ভুবনেশ্বরে প্রথমবার খেলতে গিয়ে ঢালাও প্রশংসা সুনীল ছেত্রীর
বর্তমানে অজিঙ্কা রাহানে ৭১ বলে ২৯ ও কেএস ভরত ১৪ বলে ৫ রান করে ক্রিজে রয়েছেন। ভারত এখনও পিছিয়ে ৩১৮ রানে। সব মিলিয়ে দেখার তৃতীয় দিনে ভারত ফলো অন বাঁচাতে পারে কিনা।
Day - 2
অস্ট্রেলিয়া - ৪৬৯/১০
ভারত - ১৫১/৫
ভারত পিছিয়ে ৩১৮ রানে।