আহমেদাবাদে রবিবারের পর আজও কী বৃষ্টির ভ্রুকুটি? কী জানাচ্ছে মৌসম ভবন?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রবিবার একটানা বৃষ্টির জেরে আইপিএলের ফাইনাল বাতিল হয়ে যায়। প্রবল বৃষ্টিতে টস করাও সম্ভব হয়নি। সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করার পর আইপিএল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ফাইলান ম্যাচ খেলা হবে সোমবার। তবে আজও কী বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ফাইনাল ম্যাচ? কী বলছে মৌসম ভবন?
আরও পড়ুন: কি হবে যদি আইপিএল ফাইনালের রিজার্ভ ডে-ও বৃষ্টি বিঘ্নতা ঘটায়? জানুন সকল সম্ভাবনা
পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকালের দিকে জানানো হয়েছিল এদিন বিকেল ৬টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল ৪০-৫০ শতাংশ। যে কারণে ম্যাচ শুরু হতে খানিকটা দেরি হওয়ার কথা ভাবা হচ্ছিল। স্বাভাবিক ভাবেই এমন খবরে মুখ ভার হয়ে যায় দর্শকদের। তবে এই পূর্বাভাসের কয়েক ঘণ্টা পর খানিক স্বস্তির খবর দেওয়া হল আবহাওয়া দপ্তরের তরফে।
জানানো হয়েছে, বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে হয়েছে ৭ শতাংশ। ৬টা নাগাদ এই হার আরও কমে পাঁচ শতাংশে নেমে যাবে। আর সন্ধে ৭টার পর আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তাই ম্যাচ আয়োজনে কোনও বাধা নেই বলেই আশ্বাস দিচ্ছেন আবহবিদরা। সুতরাং মেগা ফাইনাল দেখার অপেক্ষা আর মাত্র কিছু ঘণ্টার।