২০২৩ আইপিএলের শেষ ম্যাচে বিশেষ এই জার্সিতে দেখা যাবে দিল্লি ক্যাপিটালস দলকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে দিল্লি ক্যাপিটালস। লিগ টেবিলের ৯ নম্বরে রয়েছে সৌরভ গাঙ্গুলি-রিকি পন্টিংদের দল। তবে শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী ডেভিড ওয়ার্নাররা। পাঞ্জাবের পর এবার লক্ষ্য চেন্নাই বধ। নিজেরা প্লে অফে না খেলতে পারলেও প্লে অফের সমস্ত হিসাব নিকেশ বদলে ফেলছে দিল্লির দল।
২০ মে, ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে এক বিশেষ জার্সিতে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। খবর অনুযায়ী, রামধনু জার্সিতে দেখা যাবে ওয়ার্নার-পৃথ্বী শ-দের। এর আগে ২০২২ আইপিএলেও এই রঙিন জার্সির ব্যাবহার করতে দেখা গেছিল দিল্লির এই ফ্র্যাঞ্চাইজিকে।
সম্প্রতি,দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই বিশেষ জার্সির ছবি পোস্ট করা হয়। যেখানে বলা হয়, ২০২৩ আইপিএল দিল্লির দল রঙিন ভাবে শেষ করতে চলেছে।