কুলদীপে কার্যত নিভল KKR এর প্লে-অফসের প্রদীপ! দিল্লির কাছে ব্যাটে-বলে পরাস্ত নাইটরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ এ আবারও দিল্লি ক্যাপিটালসের কাছে হার মানতে হল কলকাতা নাইট রাইডার্সকে। আর আবারও এই হারের পিছনে রয়েছে পুরোনো সতীর্থ কুলদীপ যাদবের স্পিন। গত সাক্ষাতের মত এবারেও কেকেআরের উপর ছোবল মেরে বদলা নিলেন চায়নাম্যান স্পিনার, আর এর জেরে নাইটদের প্লে-অফসে যাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
প্রথমে ব্যাট করে কেকেআরের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছিল। অ্যারন ফিঞ্চ, ভেঙ্কটেশ আইয়ার, অভিষেক করা বাবা ইন্দ্রজিত ও সুনীল নারাইনের উইকেট হারিয়ে চাপে পড়ে নাইটরা। মাত্র ৩৫ রানে চার উইকেট পড়ে যায়। সেখান থেকে লড়াইয়ে ফিরিয়ে আনেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার (৪২) ও নীতিশ রানা। শেষ অবধি রানা (৫৭) এর দুরন্ত ইনিংসে নাইটরা ২০ ওভারে ১৪৬ রান তোলে।
শ্রেয়াস ছাড়াও রানাকে যোগ্য সঙ্গত দেন রিঙ্কু সিং (১৬ বলে ২৩)। যার জেরে এই স্কোর উঠে আসে। দিল্লির হয়ে কুলদীপ যাদব চার উইকেট নেন। এছাড়া মুস্তাফিজুর রহমান নেন তিন উইকেট।
জবাবে প্রথম বলেই দুরন্ত ফর্মে থাকা পৃথ্বী শকে তুলে দারুণ শুরু করেন উমেশ যাদব। এরপর কোভিড সারিয়ে ফেরা মিচেল মার্শকে আউট করেন অভিষেক করা হর্ষিত রানা। মনে হচ্ছিল, দিল্লিকে ভালোই চাপে রাখবে নাইটরা।
তবে ডেভিড ওয়ার্নার সম্পূর্ণ ভিন্ন মেজাজে নেমেছিলেন। মাত্র ২৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ওয়ার্নার। এদিকে ললিত যাদব ধীরগতির ইনিংস খেলে সাপোর্ট দেন ওয়ার্নারকে। তবে উমেশ যাদব ওয়ার্নার ও পন্থকে তুলে, এবং সুনীল নারাইন ললিতকে আউট করে দিল্লিকে ব্যাকফুটে পাঠিয়ে দেয়।
এই পরিস্থিতিতে খেলা ধরে নেন রোভম্যান পাওয়েল (অপরাজিত ৩৩) ও অক্ষর প্যাটেল (২৪)। গুরুত্বপূর্ণ সময়ে রানগুলি তুলে আনেন তারা। শেষ অবধি পাওয়েল দাঁড়িয়ে থেকে ম্যাচ জেতান ক্যাপিটালসকে।
বল হাতে এদিন দুর্দান্ত পারফর্ম করেছেন উমেশ যাদব, ২৪ রানে তিন উইকেট তোলেন। এছাড়া চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে একটি উইকেট নিয়ে চাপ তৈরি করেন নারাইন। এদিন কলকাতা মোট আটটি বোলারকে ব্যবহার করেন, যার মধ্যে ছিলেন স্বয়ং অধিনায়ক শ্রেয়াসও। তবে নারাইন-উমেশ ছাড়া কেউই চাপ তৈরি করতে পারেননি দিল্লির উপর।