সিএসকের জয় নিয়ে এমন বিতর্কিত বার্তা দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, ক্ষোভপ্রকাশ ডেল স্টেনের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আইপিএল ২০২১ ফাইনালে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে খেতাব জেতে। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ছড়াছড়ি। তবে এই নিয়ে এবার বেশ বিতর্কিত বার্তা দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
সে দেশের ক্রিকেট বোর্ড নিজেদের ইনস্টাগ্রামে চেন্নাই সুপার কিংসের তারকা প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডিকে শুভেচ্ছা জানান। আর এই নিয়েই বিতর্ক শুরু হয়েছে। আসলে চেন্নাই দলে দক্ষিণ আফ্রিকান হিসেবে কেবল লুঙ্গিই নন, ফাফ ডু প্লেসিস ও ইমরান তাহিরও রয়েছেন। কিন্তু বাকি দুই ক্রিকেটারকে নিয়ে কিছুই লেখেনি বোর্ড। আর এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন কিংবদন্তি পেসার ডেল স্টেন।
সেই পোস্টে ফাফ ডু প্লেসিস কমেন্ট করে লেখেন, "সত্যিই!" আর তারপর ডেল স্টেন লেখেন, "কারা এই অ্যাকাউন্ট চালাচ্ছে? শেষবার আমি দেখেছি তখন ফাফ অবসর নেয়নি, ইমরান অবসর নেয়নি। এই দুইজন বছরের পর বছর ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে পরিষেবা দিয়ে গিয়েছে, আর এদের একবারের জন্যও মেনশন করা হয়নি।"
এরপরেই সেই পোস্টে কমেন্ট করা বন্ধ করে দেওয়া হয়। সেই নিয়ে স্টেন টুইটারে লিখেছেন, "ক্রিকেট দক্ষিণ আফ্রিকা কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছে। কিছু উপদেশ দিই, সঠিক কাজটা কর, পোস্টটা ডিলিট কর এবং যাদের মেনশন করা জরুরি সেটা কর। নিজেদের এই লজ্জা ও অপমানের থেকে বাঁচাও।"
পরে দেখা যায়, সোশ্যাল মিডিয়া থেকে এই পোস্ট উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বিগত কয়েক মাস ধরে ফাফকে জাতীয় দলে না নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এমনকি দলে না নেওয়ার বিষয়ে কড়া বার্তা দেন ইমরান তাহিরও।