নাম না করে KKR ম্যানেজমেন্টকে নিয়ে বড় মন্তব্য করলেন রবিন উথাপ্পা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, কিন্তু ধারাবাহিকতার প্রশ্ন যখন আসে, তখন ২০১৪ সালের পর থেকে সেটি একেবারে অমিল।
আরও পড়ুন - কলকাতার সফরে এসে মোহনবাগান ছাড়াও এই এই জায়গায় যাবেন মার্টিনেজ
এবং এর জন্য অনেকটাই দায়ী নির্দিষ্ট কোনও খেলোয়াড়দের সেটআপ না রেখে প্রায় প্রতি বছর বদল করা।
একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে, এমন কিছু খেলোয়াড়দের ছেড়েছে কলকাতা নাইট রাইডার্স, যারা অন্য দলে গিয়ে দুর্দান্ত খেলছে। এবার খেলোয়াড়দের সাথে ব্যবহার নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন নাইট ক্রিকেটার রবিন উথাপ্পা।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনেক বছর খেললেও নাইটদের প্রতি যত না ভালোবাসা, তার থেকেও অনেকটা বেশি দুই বছর খেলা চেন্নাই সুপার কিংসের হয়ে।
এবার এই নিয়ে এক নেটিজেন যখন প্রশ্ন তুলেছিলেন, কেন কেকেআরকে সমর্থন না করে চেন্নাইকে সমর্থন করছেন, তখন তার কড়া জবাব দিয়েছেন উথাপ্পা।
আরও পড়ুন - আর কি কলকাতার হয়ে খেলতে পারবেন লিটন দাস? এল বড় আশঙ্কা
তিনি লিখেছেন, "সম্মান ও আনুগত্য আদান-প্রদানের মাধ্যমে হয় বন্ধু।" আর এই বার্তার জেরে তিনি নাম না করে কলকাতা নাইট রাইডার্সকে তুলে ধরলেন, এমনটাই মনে করছেন অনেকে।
২০০৮ সালে যখন সৌরভ গাঙ্গুলি কলকাতার অধিনায়ক হন, তার তিন বছর পরেই তাঁকে বাদ দেওয়া হয়। এরপর গৌতম গম্ভীর নেতৃত্বের দায়িত্ব নিয়ে নাইটদের দুটি আইপিএল খেতাব দিলেও তাকেও বাদ দেয় নাইট ম্যানেজমেন্ট। এরকম একাধিক খেলোয়াড়কে বাদ দিয়েছে নাইটরা, যার মধ্যে রয়েছে উথাপ্পাও। হয়ত তারই অভিমানে এমন উত্তর দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।