ধোনি ভক্তদের জন্য চিন্তার খবর দিলেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও তিন রানে হারতে হল চেন্নাই সুপার কিংসকে। শেষ অবধি চেন্নাই সুপার কিংসকে ম্যাচে জিইয়ে রেখেছিলেন ৪১ বছর বয়সী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
শেষ ওভারে সন্দীপ শর্মার বলে দুটি ছক্কা হাঁকালেও, শেষ বলে পাঁচ রান তুলতে পারেননি মাহি। তবে ম্যাচের পর, ধোনি ও চেন্নাই ভক্তদের জন্য উদ্বেগের খবর শোনালেন হেড কোচ স্টিফেন ফ্লেমিং।
চেন্নাই সুপার কিংসের হেড কোচ জানান, হাঁটুর চোটের মধ্যে রয়েছেন দলের অধিনায়ক। এই নিয়ে ফ্লেমিং সাংবাদিক বৈঠকে বলেছেন, "উনি হাঁটুর চোটে ভুগছেন, যা ওনার চলাফেরায় আপনারা বুঝতে পারছেন। এতে ওনার অস্বস্তি হচ্ছে। ওনার ফিটনেস বরাবরই অসাধারণ। টুর্নামেন্ট শুরুর এক মাস আগে উনি চলে আসেন। উনি একজন অসামান্য খেলোয়াড়। আমাদের কোনও সন্দেহ নেই ওনার উপর।"
তিনটি ছক্কা ও একটি চারের সাহায্যে রাজস্থানের বিরুদ্ধে মাত্র ১৭ বলে ৩২ রান করেন ধোনি। এই বয়সেও, নিজের জাত চিনিয়ে দিচ্ছেন মাহি।