ধোনির অবসর নিয়ে এবার বড় আপডেট দিলেন চেন্নাই সুপার কিংস সিইও বিশ্বনাথন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ আইপিএলই কি ধোনির শেষ আইপিএল? এই প্রশ্নটি এখন প্রত্যেক ক্রিকেট ভক্তের মনে ঘুরছে। হাঁটুতে চোট নিয়েও খেলছেন ক্যাপ্টেন কুল। প্লে অফ ম্যাচের আগে হাঁটুতে বিশাল স্ট্র্যাপিং জড়িয়ে করছেন অনুশীলন। তাঁর ফিটনেস নিয়ে উঠছে প্রশ্ন। তবু তিনি হার মানতে নারাজ। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এই আইপিএলই শেষ আইপিএল নয়তো? উত্তর দিলেন চেন্নাই সুপার কিংস সিইও কাশী বিশ্বনাথন।
বিশ্বনাথন জানিয়েছেন যে গোটা দেশের মতো সিএসকে ফ্র্যাঞ্চাইজিও চায় মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট খেলা চালিয়ে যাক। তিনি নিজে যতদিন না চাইবেন ততোদিন অবসর না নিয়ে খেলুক।
আরও পড়ুন- বাম হাঁটুতে চোট নিয়েও করলেন অনুশীলন, প্রথম কোয়ালিফায়ারে খেলবেন ধোনি?
চেন্নাই দলের শুরু থেকেই দায়িত্বে রয়েছেন কাশী বিশ্বনাথন। এবং ২০০৮ সাল থেকেই তাঁর দলের অধিনায়ক হিসাবে ধোনিকে পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন একথা নিজেই জানিয়েছেন। তিনি মনে করেন ২০২৩ আইপিএলেও ধোনির অধিনায়কত্বে চেন্নাইয়ের দল ভালো ফলাফল করবে।
মঙ্গলবার চিপকে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার রাউন্ড নিয়ে কী আশা করছেন সিএসকে সিইও? বিশ্বনাথন জানিয়েছেন, যেহেতু গুজরাট গতবারের বিজয়ী দল, একই সাথে এই মরশুমেও তারা ধারাবাহিক ভাবে ভালো খেলছে, তিনি আশা করছেন চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের মধ্যে দারুণ লড়াই হবে। চেন্নাইও এই আইপিএলে ভালো ক্রিকেট খেলেছে। তিনি মনে করছেন ম্যাচটি জমজমাট হবে এবং ধোনির অধিনায়কত্বে তাঁর দল ভালো ফলাফলই করবে।