IPL 2022 : ভেঙ্কটেশ আইয়ার ভুগছেন এই রোগে! KKR থেকে বাদ পড়া নিয়ে বার্তা সুনীল গাভাস্কারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় জয় হাসিল করে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই জয়ের মাঝে একটি বড় প্রশ্ন উঠে এসেছে, তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে প্রথম একাদশ থেকে বাদ দিয়েছিল কলকাতা।
চলতি মরশুমে এখনও অবধি মাত্র ১৩২ রান করেছেন ভেঙ্কটেশ আইয়ার। প্রচন্ড খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে দল থেকে বাদ পড়াটা কতটা যুক্তিযুক্ত ছিল, যেখানে ভেঙ্কটেশকে রিটেইন করেছিল কলকাতা।
এই নিয়ে এবার নিজের মতামত দিয়েছেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি মনে করেন, ভেঙ্কটেশের প্রথম একাদশ থেকে বাদ পড়াটা সময়ের ব্যাপার ছিল।
ম্যাচের পর গাভাস্কার বলেছেন, "যেহেতু কলকাতা জিতছিল না, ওদের কিছু পরিবর্তন করতে হয়েছিল। ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে আমি বলেছিলাম ওকে লম্বা সুযোগ দেওয়া উচিত, ও অন্তত ৯-১০টা ম্যাচ খেলেছে, তবে এখনও ব্যাট বা বল হাতে কিছু করেনি। হয়ত ওর উপর দ্বিতীয় মরশুমের উপসর্গ লেগেছে, আর সেই কারণে ওরা অনুকূল রায়ের সাথে গিয়েছে। আমরা জানি ও একজন দুর্ধর্ষ ফিল্ডার। আমরা ওকে দেখেছি পরিবর্ত হিসেবে নামতে যেখানে কিছু বোলার চার ওভার বল করেছে। একজন ফিল্ডার হিসেবে ও অসাধারণ।"
গত মরশুমে আইপিএলে ১০ ম্যাচে ৩৭০ রান করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। এবং এই পারফর্মেন্সের জেরে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। অনেকেই ভেঙ্কটেশকে হার্দিক পান্ডিয়ার পরিবর্ত হিসেবে ধরেছিল। কিন্তু আইপিএল ২০২২ এ খারাপ পারফর্মেন্সের পর সমালোচনার বর্ষণ এসেছে ভেঙ্কটেশের উপর।