কলকাতা নাইট রাইডার্সের পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ টিম সাউদির! বললেন এই বড় কথা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে টানা পাঁচ ম্যাচ হার হজম করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারতে হয়েছে নাইটদের। আর এই হারের দৌড়ে স্বভাবতই হতাশ হবেন খেলোয়াড়রা।
আর সেই অসন্তোষ প্রকাশ করে বসলেন তারকা কিউই পেসার টিম সাউদি। তিনি মনে করেন, বাদ দেওয়া এবং পরিবর্তন করাটা ঠিক হচ্ছে না, তবে চলতি টুর্নামেন্টে সঠিক কম্বিনেশন খোঁজার চেষ্টা চালাচ্ছে নাইটরা।
দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাউদি বলেছেন, "খুবই কঠিন হয়ে দাঁড়ায় যখন যে জয়গুলি আপনি চান তা পান না। বড় নিলামের পর, আমরা সঠিক কম্বিনেশন খোঁজার চেষ্টা চালাচ্ছি।"
এরপর সাউদি বলেছেন, "আমরা কিছু ওপেনিং কম্বিনেশনের চেষ্টা চালিয়েছি এবং আইপিএলে কোনও খেলোয়াড়ই খারাপ নয়, এরা প্রত্যেকেই দুর্দান্ত। যারা ওপেন করেছেন, তারাও দুর্দান্ত। তাই, কেবল এদের ফর্মে ফিরতে হবে এবং ফর্মে ফেরা খেলোয়াড়দের সাথে চলতে হবে।"
শেষে সাউদি বলেছেন, "ছাঁটাই করা এবং পরিবর্তন করার এই ধরণ ঠিক নয়, কিন্তু খুব বেশি ম্যাচ না জিতলে এমনটা হয়।"
শুরুর পাঁচ ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার ও অজিঙ্ক রাহানেকে দিয়ে ওপেন করালেও, তারপর তিনটি ভিন্ন কম্বিনেশনের চেষ্টা চালানো হয়েছে। কেকেআরের শেষ চার ম্যাচে সুনীল নারাইন, অ্যারন ফিঞ্চ ও স্যাম বিলিংসকে এই ওপেনিং কম্বিনেশনে আনা হয়েছে।