রিপোর্ট : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে এই নতুন মুখদের সুযোগ দিতে পারে বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ এর মহারণ শেষ হওয়ার পরে আগামী জুন মাসে দক্ষিণ আফ্রিকা দল আসবে ভারতে টি২০ সিরিজ খেলতে। এবং সেই সিরিজে কাদের সুযোগ দেবে এবং কাদের বিশ্রামে পাঠাবে, এই নিয়ে চিন্তায় বিসিসিআই নির্বাচকরা।
জানা গিয়েছে, নির্বাচক কমিটির সদস্যরা আইপিএল ২০২২ এর ম্যাচ দেখতে আসছে, এবং সেই টুর্নামেন্টে খেলোয়াড়দের পারফর্মেন্সেই টি২০ সিরিজের জন্য দল নির্বাচন করবে, এমনটাই আশা করা যায়।
তবে ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজের জন্য ভারতীয় দলে খুব বেশি পরিবর্তন করবে না বিসিসিআই। যা সম্ভাবনা, বড়সড় কোনও নামের বাদ পড়ার সম্ভাবনা কম। এদিকে গত ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সিরিজে যারা ভারতীয় দলে ছিলেন, তাদের অধিকাংশকেই রাখতে পারে দলে।
এছাড়া একাধিক তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী, রাহুল ত্রিপাঠী, উমরান মালিক ও আরশদীপ সিংকে দলে ডাকা হতে পারে। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই তিন তারকা।