IPL 2022 : এবার চেন্নাই সুপার কিংসে আবির্ভাব নয়া মালিঙ্গার!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুনে-দেখে অবাক হচ্ছেন নিশ্চই। অবাক হওয়ার কিছুই নেই। লাসিথ মালিঙ্গা তো অবসরই নিয়ে নিয়েছেন ক্রিকেট থেকে, কিন্তু মালিঙ্গার জুনিয়র সংস্করণ এবার এল চেন্নাই সুপার কিংসে। কিভাবে? জেনে নিন।
বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংস চোট পাওয়া কিউই পেসার অ্যাডাম মিলনের পরিবর্তে শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিসা পাথিরানাকে সই করিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান মিলনে।
এদিকে কিউই পেসারের পরিবর্ত হিসেবে ১৯ বছরের তরুণ শ্রীলঙ্কান মিডিয়াম পেসারকে ২০ লক্ষ টাকায় এনেছে চেন্নাই। ২০২০ ও ২০২২ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন পাথিরানা।
পাথিরানার বোলিং অ্যাকশন অনেকটাই লাসিথ মালিঙ্গার মত সাইডআর্ম। আর এই কারণে তিনি তরুণ বয়সেই নজর কেড়েছেন বিশ্ব ক্রিকেটের। দীর্ঘদিন ধরেই চেন্নাই সুপার কিংস ও মহেন্দ্র সিং ধোনির র্যাডারে ছিলেন পাথিরানা।