উদ্বোধনী ম্যাচে কি একাদশ নিয়ে নামবে চেন্নাই সুপার কিংস? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৩ এর উদ্বোধনী ম্যাচ আয়োজিত হবে। মুখোমুখি হবে গত আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চারবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
এই পরিস্থিতিতে কি একাদশ নিয়ে দুই দল নামবে, সেই নিয়ে আলোচনা চলছে। চলুন দেখে নিই কি একাদশ নিয়ে নামতে চলেছে চেন্নাই দল।
গতবারের মত এবারেও ওপেনিংয়ে নামবেন রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। তিনে নামবেন ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস। এদিকে চার,পাঁচ ও ছয়ে মিডল অর্ডার সামলাবেন মইন আলি, অম্বাতি রায়ডু ও শিবম দুবে। সাত ও আটে নামবেন রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি।
বোলিংয়ে দীপক চাহার সহ মিচেল স্যান্টনার ও সিমারজিত সিং খেলবেন। মইন আলি ও রবীন্দ্র জাদেজাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বোলিংয়ে। সিম বোলিংয়ে শিবম দুবেকেও বাড়তি ভূমিকা দেওয়া হতে পারে।
রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, বেন স্টোকস, মইন আলি, অম্বাতি রায়ডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, মিচেল স্যান্টনার, সিমারজিত সিং।