প্রথম ম্যাচে হার, লখনউয়ের বিরূদ্ধে ঘরের মাঠে জিততে মরিয়া ধোনির চেন্নাই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রথম ম্যাচেই হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের কাছে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। সেই হারের ধাক্কা সামলে সোমবার ফের মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় ম্যাচে কি জয়ে ফিরতে পারবেন ধোনিরা?
সোমবার নিজেদের ঘরের মাঠে তিন বছর পরে মাঠে নামছে ইয়েলো ব্রিগেড। তাই হলুদ জার্সিধারীদের সমর্থনের কোনও খামতি থাকবে না। তা ছাড়া চিপক স্টেডিয়ামকে ধোনি নিজের হাতের তালুর মতো চেনেন। তিনি জানেন, এই স্টেডিয়ামে ম্যাচ জিততে গেলে কি পরিকল্পনা করতে হবে। তবে লড়াইটা সহজ হবে না কে এল রাহুলদের সঙ্গে।
প্রথম ম্যাচেই দিল্লী ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছিল সুপার জায়ান্টস। সেক্ষেত্রে আজ কি হবে সুপার কিংসের প্রথম একাদশ?
ব্যাটিং অর্ডারে সেভাবে কোন পরিবর্তন না আনলেও বোলিং বিভাগে পরিবর্তন আসতেই পারে। প্রসঙ্গত সিএসকের তরুণ বোলার তুষার দেশপান্ডে গত ম্যাচে ডেথ ওভারে অনেকটা রান দিয়ে ফেলেছিলেন, তাই তাঁর বদলে দলে পরিবর্তন হিসেবে আনা হতে পারে প্রশান্ত সোলাঙ্কিকে। এক দিকে এ বারের আইপিএলে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে নামবে চেন্নাই। অন্য দিকে পর পর দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছতে নামবে লখনউ।
রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, বেন স্টোকস, মইন আলি, অম্বাতি রায়ডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, মিচেল স্যান্টনার, প্রশান্ত শোলাঙ্কি।