তিরুপতি মন্দিরে আইপিএল ট্রফি নিয়ে বিশেষ পুজো দিল সিএসকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সোমবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোমাঞ্চকর আইপিএল ২০২৩ বৃষ্টি বিঘ্নিত ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এই নিয়ে পঞ্চমবার আইপিএল ট্রফি জিতে মুম্বাই ইন্ডিয়ান্সের সমতুল্য হয়েছে ইয়েলো আর্মিরা।
এই জয় উদযাপনের অংশ হিসাবে, সিএসকে ম্যানেজমেন্ট মঙ্গলবার একটি বিশেষ পুজোর জন্য আইপিএল ট্রফি তিরুপতির বালাজি মন্দিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিএসকে ফ্র্যাঞ্চাইজির শীর্ষ আধিকারিকদের মন্দিরের ভিতরে আইপিএল ট্রফি নিয়ে বিশেষ পুজো দিতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
আরও পড়ুন: ভারতীয় কুস্তি ফেডারেশনকে নিষিদ্ধ করার হুমকি দিল আন্তর্জাতিক কুস্তি সংস্থা
অনেকে মনে করেছেন পুজোর প্রস্তাব দেওয়া হয়েছিল ফ্র্যাঞ্চাইজির কাছ থেকেই। কারণ ঈশ্বরের আশীর্বাদ না থাকলে ট্রফি জেতা সম্ভব ছিল না।
প্রসঙ্গত, ধোনি এবং তাঁর সতীর্থদের কাছ থেকে এই জয় একটি অসম্ভব কে সম্ভব করার মত প্রচেষ্টা ছিল। গত আইপিএল মরশুমে লিগ তালিকার ৯ নম্বরে শেষ করার পরে এবছর আইপিএল শিরোপা জয়। সত্যিই যেন অবিশ্বাস্য।