আজও সেরা ধোনি! কলকাতাকে খড়কুটোর মত উড়িয়ে চতুর্থবার চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সংযুক্ত আরব আমিরশাহিতে অসাধারণ কামব্যাক করেও সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচেই খেই হারাল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের দুরন্ত বোলিং ও ফিল্ডিংয়ে খড়কুটোর মত উড়ে গেল কলকাতা।
টসে হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই দুর্দান্ত শুরু করে। ফাফ ডু প্লেসিসের অসাধারণ ৮৬ রানের ইনিংসের সুবাদে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ১৯২/৩ তোলে। গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মইন আলি (অপরাজিত ৩৭) ও রুতুরাজ গায়কোয়াড় (৩২)।
কলকাতার হয়ে সুনীল নারাইন (২-২৬) ছাড়া আর কেউ সেভাবে প্রভাব ফেলতে পারেননি। শাকিব আল হাসান, লকি ফার্গুসন ও বরুণ চক্রবর্তী বেশ মার খান চেন্নাইয়ের ব্যাটসম্যানদের কাছে।
জবাবে বেশ ভালো শুরু করে কলকাতা। দুই ওপেনার শুভমন গিল (৫১) ও ভেঙ্কটেশ আইয়ার (৫০) এর দুরন্ত অর্ধশতরানে মনে হচ্ছিল কলকাতা বেশ ভালো লড়াই দেবে। কিন্তু একেবারে খড়কুটোর মত উড়ে গেল কলকাতার মিডল অর্ডার। কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রান করতে পারেননি। শেষের দিকে শিবম মাভি ও লকি ফার্গুসন ক্যামিও ইনিংস খেলেও লাভ হয়নি। শেষ অবধি ১৬৫/৯ তে আটকে যায় কলকাতা।
চেন্নাইয়ের হয়ে তিনটি উইকেট নেন শার্দুল ঠাকুর। তবে এক ওভারে দীনেশ কার্তিক ও শাকিব আল হাসানকে আউট করে ম্যাচ ঘুরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। এছাড়া জশ হেজলউড ও ডোয়েন ব্রাভো চমতকার বোলিং করেছেন।
আর এর জেরে চার বার আইপিএল চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস। আজও ধোনির বুদ্ধিই সেরা, তা আবারও প্রমাণিত হল। এদিকে প্রথমবার আইপিএল ফাইনাল হারল কলকাতা নাইট রাইডার্স।