থ্রিলার ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হয়ত এটাই ভবিতব্য ছিল, হয়ত এটাই হওয়ার ছিল। আইপিএল ২০২৩ চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আর এই নিয়ে ৫ বার আইপিএল জিতলেন মহেন্দ্র সিং ধোনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে তাদেরই ঘরে হারিয়ে জিতল চেন্নাই।
টসে জিতে প্রথমে গুজরাটকে ব্যাট করতে পাঠান চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দুরন্ত শুরু করেন গুজরাটের দুই ওপেনার শুভমন গিল (৩৯) ও ঋদ্ধিমান সাহা (৫৪)। বড় মঞ্চে আবারও নিজের সেরাটা দিলেন ঋদ্ধি।
কিন্তু গিল ও ঋদ্ধি আউট হওয়ার পর হাল ধরেন ২১ বছর বয়সী বাম হাতি ব্যাটার সাই সুদর্শন। একের পর এক দর্শনীয় শটে আহমেদাবাদে উপস্থিত দর্শকদের হৃদয় জিতে নিচ্ছিলেন সুদর্শন। ৪৭ বলে।৯৬ রান করেন তিনি। যোগ্য সঙ্গত দেন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও (অপরাজিত ২১)।
এদিনের ম্যাচে ফিল্ডিংয়ের সময়ে চেন্নাইয়ের খেলোয়াড়দের কিছু ভুল ও বোলারদের ছন্দ হারানোটা বড় ধাক্কা হয় ধোনির জন্য। শেষ অবধি গুজরাট ২০ ওভারে ২১৪/৪ এর পাহাড়প্রমাণ স্কোর তোলে। মাথিশ পাথিরানা দুটি উইকেট নেন। এদিকে দীপক চাহার ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন।
তবে দ্বিতীয় ইনিংস শুরুর প্রথম তিন বলের পরেই বৃষ্টির কারণে স্থগিত হয় খেলা। ভেজা আউটফিল্ডের জেরে খেলা কমে ১৫ ওভারে হয়, আর চেন্নাইয়ের জন্য নতুন লক্ষ্য দাঁড়ায় ১৭১। ফলে কাজটা কঠিন ছিল চেন্নাইয়ের জন্য।
কিন্তু শুরুটা দুর্দান্ত করে চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (২৬) ও ডেভন কনওয়ে (৪৭)। ৩৯ বলে ৭৪ রানের ওপেনিং জুটি গড়েন তারা। কিন্তু আফগান স্পিনার নুর আহমেদের স্পিনের ফাঁদে পড়ে আউট হন দুজনেই।
এরপর হাল ধরেন শিবম দুবে ও অজিঙ্ক রাহানে। একদিকে মারার চেষ্টা করে যান দুবে (অপরাজিত ৩২), অন্যদিকে অজিঙ্ক রাহানে মাত্র ১৩ বলে ২৭ রানের ক্যামিও খেলেন। এদিকে নিজের শেষ ম্যাচ খেলতে নেমে ১৯ রানের দুরন্ত ক্যামিও খেলেন আম্বাতি রায়ডু।
কিন্তু ফের ম্যাচ গুজরাটের দিকে ঘুরিয়ে দেন মোহিত শর্মা। ১৩তম ওভারে পরপর দুই বলে তুলে নেন রায়ডু ও মহেন্দ্র সিং ধোনিকে।
এদিকে শেষ ওভারের প্রথম চারটি বলে অসাধারণ বোলিং করে চেন্নাইকে চাপে ফেলেছিলেন মোহিত, কিন্তু শেষ দুই বলে ১০ রান করে চেন্নাইকে জেতান রবীন্দ্র জাদেজা (অপরাজিত ১৫)