চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতিয়েও নির্বাসিত হতে পারেন অধিনায়ক নীতিশ রানা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: প্লে-অফে খেলার স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছে নাইটরা। তবে রবিবারের ম্যাচে জিতেও শাস্তি পেতে হল কেকেআর টিমকে। দুই ম্যাচে একই ভুল করার মূল্য দিতে হল নীতিশ রানার দলকে। ভুল করেও আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নাইট অধিনায়ক। আইপিএলের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে হয়। তা না হলে শাস্তি পায় বোলিং দল।
চেন্নাইয়ের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য ফের একবার শাস্তি দেওয়া হল কেকেআরকে। অধিনায়ক রানাকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা হয়েছে বাকি ক্রিকেটারদেরও। একটি বিবৃতিতে আইপিএল জানিয়েছে, ‘‘চেন্নাইয়ের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য কেকেআরকে শাস্তি দেওয়া হয়েছে। রানাকে ২৪ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা দিতে হবে।’’
২০২৩ আইপিএলে দ্বিতীয় বার শাস্তি হওয়ায় চাপ বেড়েছে রানার উপর। কারণ, আর একটি ম্যাচে মন্থর বোলিং করলে এক ম্যাচ নির্বাসিত হতে হবে তাঁকে। আইপিএলের নিয়ম অনুয়ায়ী, প্রথম বার মন্থর বোলিংয়ের জন্য ১২ লক্ষ টাকা, দ্বিতীয় বারের জন্য ২৪ লক্ষ টাকা ও তৃতীয় বার একই ভুল করলে এক ম্যাচ নির্বাসনের শাস্তি দেওয়া হয়। সেই শাস্তির মুখে এ বার পড়তে পারেন নীতিশ রানা।