বাংলা দলের কোচ পরিবর্তনের ভুয়ো খবর নিয়ে সরব হল সিএবি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিগত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) আগামী মরশুমের জন্য নয়া কোচিং স্টাফ নিয়োগের প্রস্তুতি শুরু করেছে। এই নিয়ে এবার সরব হল খোদ সিএবি।
পুরো খবরটিকে ভুয়ো বলে ঘোষিত করেছে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। আর এই নিয়ে বড় বার্তা দিয়েছেন সিএবির সচিব স্নেহাশিস গাঙ্গুলি।
রবিবার তিনি সিএবি মিডিয়াকে বলেছেন, "আমি এই ধরণের খবর মিডিয়ার কিছু অংশে দেখেছি যে সিএবি আসন্ন মরশুমের জন্য নয়া কোচিং স্টাফ নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। আমি জানিয়ে দিতে চাই যে এই খবরটি পুরো ভিত্তিহীন। এই ধরণের গুঞ্জন অনাবশ্যকীয় এবং ক্ষতিকারক, এমন একটি মরশুমের মাঝখানে যেখানে সিনিয়র বাংলা দল ভালো প্রতিদ্বন্দ্বীতামূলক ক্রিকেট খেলছে।"
"২০২০ রঞ্জি ট্রফিতে অরুণ লালের অধীনে বাংলা ফাইনালে পৌঁছেছিল এবং এই মরশুমে আমরা কোয়ার্টার ফাইনালে এসেছে। দল খুব ভালো খেলছে। কোচিং স্টাফ দুর্দান্ত কাজ করছে।"
শেষে স্নেহাশিস বলেন, "সিএবি খুব খুশি বর্তমান সাপোর্ট সিস্টেম নিয়ে এবং এর বিপরীতে কোনও খবর ভুয়ো ও ভিত্তিহীন।"