টিকিটের কালোবাজারি কান্ডে থানায় হাজির সিএবি কর্তারা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ মহারণের আগে যে বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে, তা হল টিকিটের কালোবাজারি। আর এই নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে ময়দান থানার পুলিশ, যার জন্য বাংলার ক্রিকেট সংস্থার কর্তাদের ডেকে পাঠানো হয়েছিল।
আরও পড়ুন - বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও দলের সাথেই থাকবেন হার্দিক!
ম্যাচের আগের দিন শনিবার ময়দান থানায় হাজিরা দিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কর্তারা। বলা বাহুল্য, এর আগে টিকিটের অনলাইন বুকিং সংস্থার আধিকারিকদেরও থানায় হাজির হতে হয়েছে।
ম্যাচের এক দিন আগেও টিকিট নিয়ে বিক্ষোভ জারি চলছে। সিএবির সকল সদস্য এখনও টিকিট পাননি। অভিযোগ উঠছে, সিএবি ও বিসিসিআইয়ের বেশ কিছু কর্তা টিকিট সরিয়ে দিয়েছেন। এমনকি যে অনলাইন সংস্থা টিকিট বিক্রির দায়িত্ব রয়েছে, সেই সংস্থার কর্তারাও টিকিট সরিয়েছেন। এই নিয়ে ময়দান ও এন্টালি থানায় মোট সাতটি এফআইআর দায়ের করা হয়েছে।
আরও পড়ুন - কেরালার বিরুদ্ধে শুরু থেকে কি খেলবেন নন্ধকুমার ও হিজাজি?
যদিও এই নিয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেছেন, "বিশ্বকাপ আইসিসির ইভেন্ট। বিসিসিআই একটি সংস্থাকে অনলাইনে টিকিট বিক্রি করার দায়িত্ব দিয়েছে। সিএবি শুধু ম্যাচের আয়োজক। আমরাও টিকিট পেয়েছি অনলাইনে টিকিট বিক্রি করা ওই সংস্থার মাধ্যমে। চাহিদার তুলনায় অনেক কম টিকিট পেয়েছি আমরা। ফলে ক্লাব, অনুমোদিত সংস্থা, সদস্যদের নির্ধারিত কোটা কমাতে হয়েছে।"
টিকিটের চাহিদা নিয়ে প্রতিদিন ইডেনের সামনে ভিড় করছেন ক্রিকেটপ্রেমীরা। সিএবির সদস্যরা প্রতিনিয়ত বিক্ষোভ করছেন ইডেনের সামনে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা।