ইডেনে কোহলির জন্মদিন উপলক্ষে সিএবির তরফে থাকছে বিরাট ব্যবস্থা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামী ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে ভারতীয় দল মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকার। কলকাতায় ভারতের এই একমাত্র ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট ভক্তদের মধ্যে সৃষ্টি হয়েছে প্রবল উত্তেজনার। তবে এই উত্তেজনাই দ্বিগুণ করে তুলতে চলেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। প্রসঙ্গত ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। আর তাঁর জন্মদিনটি স্পেশাল করে তোলার জন্যই তৎপর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)।
আরও পড়ুন- সেমিফাইনালে কি দলে থাকবেন হার্দিক পান্ডেয়া?
খবর অনুযায়ী, ৭০,০০০ বিরাট কোহলির মাস্ক বিতরণ করা হবে সমর্থকদের মধ্যে। এছাড়াও বিশেষ কেকেরও ব্যবস্থা করছে সিএবি।
শুধু কেক কিংবা মাস্ক নয়। কোহলির জন্মদিনে বিরাট ব্যবস্থা করতে চলেছে সিএবি। ম্যাচ শেষে লেজার শো এবং দুর্দান্ত আতসবাজির ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। লেজার লাইটের মাধ্যমে 'শুভ জন্মদিন বিরাট'-ও ফুটে উঠবে।
চলতি বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল ভারত। ৬টি ম্যাচের ৬টি তেই জিতে লিগ টেবিলের শীর্ষে রোহিত শর্মার দল। বিরাট কোহলিও রয়েছেন তাঁর চেনা ছন্দে। ইংল্যান্ডের বিরুদ্ধে রান না পেলেও এর আগের ম্যাচগুলিতে তাঁর ব্যাটিং ভরসা জুগিয়েছে ভারতীয় দলকে।
৫ নভেম্বর একদিকে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা অন্যদিকে বিরাট কোহলির জন্মদিন, সব মিলিয়ে ডবল ধামাকা অপেক্ষা করছে দর্শকদের জন্য। ৭০,০০০ বিরাট কোহলির মাঝে আপনিও থাকবেন ইডেনের গ্যালারিতে।