ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী সিএবি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মঙ্গলবার প্রকাশিত হয়েছে আসন্ন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের চূড়ান্ত সূচি। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে সেমি ফাইনাল সহ মোট ৫টি ম্যাচ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটিও হবে ইডেনেই। ম্যাচ আয়োজন নিয়ে বেশ আত্মবিশ্বাসী সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি।
মঙ্গলবার সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, "প্রথমেই আমি বিসিসিআই সচিব জয় শাহকে ধন্যবাদ জানাতে চাই সিএবির উপর ভরসা করার জন্য। ইডেন গার্ডেন্স ঐতিহাসিক একটি স্টেডিয়াম, যেখানে এর আগেও বহু বড় ম্যাচ খেলা হয়েছে। এইবারেও আমরা আত্মবিশ্বাসী। "
এছাড়াও তিনি বলেছেন, "আমি যখন মুম্বইয়ে মহিলা প্রিমিয়ার লিগের সময় জয় শাহের সাথে দেখা করি, আমি তাঁকে বুঝিয়েছিলাম ইডেনের অসাধারণ ব্যবস্থাপনার বিষয়। এছাড়াও স্টেডিয়ামে যে উন্নতির কাজ হচ্ছে সে বিষয়ও বুঝিয়েছিলাম। আমি তাঁকে স্টেডিয়ামের নতুন মডেলের নকশাও দেখিয়েছিলাম। তিনি আমাদের কাজ দেখে খুশি হয়েছিলেন এবং জানিয়েছিলেন বড় ম্যাচ ইডেনে দেবেন।"
আরও পড়ুন- ঘরের মাঠে বিশ্বকাপকে কঠিন চ্যালেঞ্জ মানছেন রোহিত শর্মা
অন্যদিকে পাকিস্তানের দুটি ম্যাচ হবে ইডেনে। নিরাপত্তার বিষয় সিএবি সভাপতি বলেছেন, "আমরা এর আগেও পাকিস্তানের ম্যাচ আয়োজন করেছি। আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কলকাতা পুলিশ অন্যতম শ্রেষ্ঠ তাই নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবেনা।"
ইডেনে বিশ্বকাপের ম্যাচগুলিতে টিকিটের দাম কত হবে সেই নিয়ে চিন্তায় বাংলার ক্রিকেটপ্রেমীরা৷ স্নেহাশিস গাঙ্গুলি জানিয়েছেন যে সকলের কথা মাথায় রেখেই টিকিটের দাম ধার্য্য হবে। তিনি চান বেশি সংখ্যায় যাতে সমর্থকেরা মাঠে আসেন।