ক্যাপ্টেন মর্গ্যানের অফ ফর্ম নিয়ে বিশেষ বার্তা দিলেন কেকেআর হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএল ২০২১ দ্বিতীয় পর্বে বেশ ভালো কামব্যাক করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম পর্ব সপ্তম স্থানে শেষ করার পর দ্বিতীয় পর্বে এক লাফে চতুর্ত স্থানে চলে এসেছে নাইটরা। তবে শুক্রবার পাঞ্জাব কিংসের কাছে হেরে মোমেন্টামে বড় ধাক্কা পেল কেকেআর।
আর এর জেরে সমালোচনার ঝড় এসেছে নাইটদের সংসারে। স্বয়ং অধিনায়ক ইয়ন মর্গ্যানের অফ ফর্মে বিরক্ত সমর্থকরা। এবার এই অফ ফর্ম নিয়ে মর্গ্যানের পাশে দাঁড়ালেও বিশেষ বার্তা দিয়ে রাখলেন ফ্র্যাঞ্চাইজির হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাককালাম বলেন, "উনি আমাদের দলের একজন সিনিয়র খেলোয়াড়, উনি আমাদের অন্যতম একজন আন্তর্জাতিক ব্যাটার, এবং আমাদের অধিনায়কও বটে। উনি চাইবেন দলের জন্য আরও বেশি রান করতে। উনি কিন্তু ট্যাকটিকালি দলকে বেশ ভালো নেতৃত্ব দিয়েছেন। দেখুন উনিও রান চান এবং আমরাও আমাদের আন্তর্জাতিক খেলোয়াড়দের থেকে রান চাই, বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহুর্তগুলিতে।"
এরপর ম্যাককালাম বলেন, "আমি আশাবাদী উনি আবারও ভালো ছন্দে ফিরে আসবেন। কিন্তু কিছু ছেলেরা সত্যিই ভালো খেলছে। আমার মনে হয় আমরা ভালো ক্রিকেট খেলেছি।"
চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে ব্যাট হাতে একেবারে হতশ্রী পারফর্মেন্স ইয়ন মর্গ্যানের। চার ম্যাচে মাত্র ১৭ রান করেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। আর অধিনায়কত্বের সময়ে মর্গ্যানের অনেক সিদ্ধান্তে বিরক্ত হয়েছিলেন সমর্থক ও ক্রিকেট মহল।