শাহরুখ-প্রীতির পর বলিউড মহাতারকা সঞ্জয় দত্ত কিনলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ জিম এফ্রো টি-১০ লিগের ফ্র্যাঞ্চাইজি দল হারারে হারিকেনকে কিনলেন বলিউড মহাতারকা সঞ্জয় দত্ত। এরিয়াস গ্রুপ অফ কোম্পানির প্রতিষ্ঠাতা সোহন রায়ের সাথে মিলিত ভাবে তিনি এই দল কিনেছেন। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে চলা জিম এফ্রো টি-১০ লিগে মোট ৫ টি দল খেলবে।
জিম্বাবোয়ের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে ২৯ জুলাই।
জিম এফ্রো টি-১০ লিগে হারারে হারিকেন ছাড়াও রয়েছে ডার্বান কলন্দর্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়াও ব্রেভস এবং জোবার্গ লায়ন্স।
আরও পড়ুন- অনুশীলনে কবে ফিরবেন ধোনি? রইল বড় আপডেট
জিম্বাবোয়ের হারারে শহরে আগামী ২ জুলাই প্লেয়ার নিলাম হবে বলে শোনা যাচ্ছে।
হারারে হারিকেনের দায়িত্ব নিয়ে সঞ্জয় দত্ত বলেছেন, "ভারতে ক্রিকেট একটি ধর্মের মতন। এবং আমি মনে করি যে ক্রীড়াজগতের অন্যতম বড় দেশ হিসাবে আমাদের কর্তব্য বিশ্বের প্রতিটি কোনায় ক্রীড়াকে পৌঁছে দেওয়া। ক্রীড়াজগতে জিম্বাবোয়ের বিশাল ইতিহাস রয়েছে এবং সমর্থকদের সাহায্য করে ভালো সময় কাটানোয় আমার সত্যি আনন্দ হয়। জিম এফ্রো টি-১০ লিগে হারারে হারিকেন ভালো ফলাফল করবে আমি এই আশায় রয়েছি।"
ফ্র্যাঞ্চাইজি দলের মালিকানায় এগিয়ে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্স ছাড়াও তিনি ত্রিনবাগো নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এবং আবু ধাবি নাইট রাইডার্সেরও মালিক।