২০২৫ আইপিএলের সম্প্রসারণ নিয়ে কঠোর অবস্থানে ক্রিকেট সাউথ আফ্রিকা, বিপাকে বিসিসিআই

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারত-পাকিস্তান সংঘাতের জেরে আইপিএল ২০২৫ মরশুমের সময়সূচি পিছিয়ে যাওয়ায় বড়সড় সমস্যায় পড়েছে বিসিসিআই ও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। বিসিসিআই-এর তরফ থেকে বার্তা এসেছে যে, লিগ পুনরায় শুরু হলে সমস্ত বিদেশি খেলোয়াড়দের ফিরে আসতে হবে। তবে এই পরিস্থিতিতে ক্রিকেট সাউথ আফ্রিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের খেলোয়াড়দের ২৬ মের মধ্যেই দেশে ফিরে যেতে হবে, যেমনটি আগেই ঠিক হয়েছিল, যখন আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৫ মে।
যদিও বিসিসিআই ও সিএসএর শীর্ষকর্তাদের মধ্যে আলোচনা চলছে, তবে দক্ষিণ আফ্রিকা আপাতত তাদের অবস্থান থেকে সরতে নারাজ।
দক্ষিণ আফ্রিকার যেসব তারকা খেলোয়াড় ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য স্কোয়াডে রয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন—করবিন বশ (মুম্বই ইন্ডিয়ান্স), উইয়ান মুলডার (সানরাইজার্স হায়দরাবাদ), মার্কো জানসেন (পাঞ্জাব কিংস), এইডেন মার্করাম (লখনউ সুপারজায়ান্টস), লুঙ্গি এনগিদি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), কাগিসো রাবাডা (গুজরাট টাইটানস), রায়ান রিকেলটন (মুম্বই ইন্ডিয়ান্স) এবং ট্রিস্টান স্টাবস (দিল্লি ক্যাপিটালস)।
শুরুতে বিসিসিআইএর সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, ২৬ মের মধ্যে সকল বিদেশি খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার কথা ছিল। তবে নতুন সময়সূচি অনুযায়ী, লিগ পর্বই শেষ হবে ২৭ মে, আর ফাইনাল নির্ধারিত ৩ জুন।
এই পরিস্থিতি নিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড বলেন, “শুরুতেই বিসিসিআই এবং আইপিএলএর সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছিল, সেখানে স্পষ্ট বলা ছিল যে ফাইনাল ২৫ মে হলে, খেলোয়াড়রা ২৬ তারিখ ফিরে আসবে। কারণ ৩০ মে আমাদের দলের বিদেশ সফরের প্রস্তুতি রয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি থেকে কিছুই বদলায়নি।”
তিনি আরও বলেন, “এই বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। ক্রিকেট সাউথ আফ্রিকার ডিরেক্টর অফ ক্রিকেট এনক এনকওয়ে এবং সিইও ফোলেটসি মোসেকি এই আলোচনা সামলাচ্ছেন। তবে আমাদের তরফ থেকে আপাতত কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। আমরা আমাদের খেলোয়াড়দের ২৬ মেতেই ফিরে চাই।”
এই বিতর্কের মাঝে সিএসএর ডিরেক্টর অফ ক্রিকেট এনক এনকওয়ে বলেন, “আমরা এখনও বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।”
তবে আইপিএলে এমন বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার রয়েছেন, যাঁরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে নেই। সেই কারণে তাঁরা সম্ভবত পুরো আইপিএল মরসুমেই খেলতে পারবেন। এই খেলোয়াড়দের মধ্যে রয়েছেন: ডেওয়াল্ড ব্রেভিস (চেন্নাই সুপার কিংস), ফাফ ডু প্লেসিস ও ডোনোভান ফেরেইরা (দিল্লি ক্যাপিটালস), জেরাল্ড কোয়েটজি (গুজরাট টাইটানস), কুইন্টন ডি কক ও অনরিখ নরকিয়া (কলকাতা নাইট রাইডার্স), ডেভিড মিলার, ম্যাথিউ ব্রেটজকে (লখনউ সুপারজায়ান্টস), নান্দ্রে বার্গার, কুয়েনা মাফাকা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস (রাজস্থান রয়্যালস) এবং হেনরিখ ক্লাসেন (সানরাইজার্স হায়দরাবাদ)।
ডব্লিউটিসি ফাইনালের জন্য নির্বাচিত দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের ৩১ মে ইংল্যান্ডের অ্যারান্ডেলে জমা হতে বলা হয়েছে। সেখানে তারা ৩ জুন থেকে ৬ জুন পর্যন্ত জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে। এরপর ৭ জুন তারা লন্ডন রওনা দেবে এবং ১১ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।