রিপোর্ট : এলিমিনেটরের আগে বড় ধাক্কা কলকাতার! মাঝপথে দল ছাড়তে পারেন এই সুপারস্টার বিদেশী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এলিমিনেটর খেলবে কলকাতা নাইট রাইডার্স। তবে তার আগে কলকাতার জন্য বেশ খারাপ খবর এসেছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, আরসিবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নাও থাকতে পারেন তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান।
জানা গিয়েছে, আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য রবিবার আবু ধাবি আসছে বাংলাদেশ দল। আর জাতীয় শিবিরে যোগ দিতে যেতে পারেন শাকিব আল হাসান। রাজস্থান রয়্যালসের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের সাথে শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে শাকিবের।
আগামী ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, আর তার আগে ১১ অক্টোবর কোয়ারেন্টিনে থাকতে হবে খেলোয়াড়দের। এদিকে ১৫ অক্টোবর আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। ফলে প্রস্তুতির খুব বেশি অবকাশ নেই বাংলাদেশের। ফলে দলের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় শাকিব দলে যোগ দিতেই পারেন।
তবে কলকাতার পক্ষে শাকিবের অনুপস্থিতি বড় ধাক্কা হলেও চিন্তার কিছু নেই। ইতিমধ্যেই আর এক তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল সুস্থ হয়ে উঠেছেন এবং অনুশীলনে যোগ দিয়েছেন। আর এর ফলে আরসিবির বিরুদ্ধে রাসেল নামতেই পারেন শাকিবের পরিবর্তে।
এবারের আইপিএলে শাকিবের পারফর্মেন্স একেবারেই ভালো ছিল না, প্রথম একাদশে তেমন জায়গাও পাননি। কেবল পাঁচ ম্যাচ সুযোগ পেয়েচেন শাকিব, যেখানে মাত্র ১৩ এর গড়ে ৩৮ রান করেছেন, এবং মাত্র চার উইকেট নিয়েছেন।